চুলের যত্নে রোজমেরি পাতার ব্যবহার
চুল আমাদের সৌন্দর্য অনেক গুন বাড়িয়া তোলে যদি তা হয় কাল ও স্বাস্থ্যউজ্জ্বল।কিন্তু আমরা চুলপড়া নিয়ে অনেক সময় ছেলে ও মেয়ে উভয়ই ভুগে থাকি।চুলের সৌন্দর্য ও স্বাস্থ্য ভাল রাখতে রোজমেরি পাতার ব্যবহার অনেক কার্যকর ভুমিকা পালন করে থাকে।
নিচে রোজমেরি পাতা দিয়ে দুইটি পদ্ধতিতে তেল ও রোজমেরি ওয়াটার তৈরির নিয়ম দেয়া হলঃ
রোজমেরি পাতা দিয়ে তেল তৈরি পদ্ধতঃ
- ২৫০ মিলি অলিভ অয়েল বা নারিকেল তেল
- ২ চা চামচ রোজমেরি পাতা
- ১ চা চামচ মেথি
- ১ চা চামচ কালোজিরা
রোজমেরি ওয়াটার তৈরি পদ্ধতঃ
রোজমেরি ওয়াটার তৈরি করতে যা যা লাগবেঃ
- ২৫০ মিলি পানি
- ২চা চামচ রোজমেরি পাতা
- ৫-৬ টা লবঙ্গ
- ১ চা চামচ কালজিরা
একটি পাত্রে ২৫০ মিলি পানি নিয়ে চুলাই গরম করে তাতে ২ চা চামচ রোজমেরি পাতা,৫-৬ টা লবঙ্গ, ১ চা চামচ কালজিরা একে একে সব কয়টি উপকরণ দিয়ে মাঝারি আচে ভালোভাবে ফুটিয়ে নিন।৪-৫ মিনিট ফোটানোর পর লালচে বর্ণের হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে নিন।ঠাণ্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলে ভোরে সংরক্ষণ করতে পারেন।রোজমেরি ওয়াটার চুল এ নিয়মিত দিলে খুসকি দুর হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে।এছাড়া মাথায় ফুসকুড়ি দুর করতেও সাহায্য করে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url